
ওঙ্কার ডেস্ক: এক চিকিৎসক, তাঁর আইনজীবী স্ত্রী-সহ একই পরিবারের চার জনের মৃতদেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান চার জনেই আত্মঘাতী হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের নাম বালামুরগান, তাঁর স্ত্রী সুমথি এবং তাঁদের সন্তান যশবন্ত কুমার ও লিঙ্গেশ। বালামুরগান পেশায় চিকিৎসক ছিলেন, তাঁর স্ত্রী সুমথি ছিলেন পেশায় আইনজীবী তাঁদের এক পুত্র যশবন্ত কুমার নিট পরীক্ষার্থী এবং অপর জন লিঙ্গেশ একাদশ শ্রেণির পড়ুয়া। চেন্নাইয়ের অন্না নগরের বাসিন্দা চার জনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। চার জনকেই একই বাড়িতে আলাদা আলাদা ঘর থেকে উদ্ধার করা হয়েছে।
তদন্তকারীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও ওই চিকিৎসকের গাড়ির চালক গিয়েছিলেন তাঁদের বাড়িতে। বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। অনেকে ডাকাডাকি সত্ত্বেও কোনও সাড়াশব্দ না মেলায়। তিনি থানায় জানান গোটা বিষয়টি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে চার জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তবে কী কারণে চার জনের এই মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, আর্থিক সঙ্কটের কারণে চার জন আত্মহত্যা করেছেন। বাজারে প্রচুর ঋণের বোঝা ছিল ওই চিকিৎসকের। সেই বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। যদিও কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি ওই চিকিৎসকের ঘর থেকে।