
ওঙ্কার ডেস্ক: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের গাড়িতে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেল পাঠানোর ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ। বুলধানা থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার পুলিশের তরফে জানানো হয়েছে, উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের গাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় মহারাষ্ট্রের বুলধানা জেলা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। ধৃত দুজনের নাম যথাক্রমে মঙ্গেশ ওয়ায়াল (৩৫) এবং অভয় শিংগনে (২২)। দুজনেই বুলধানা জেলার দেউলগাঁও রাজার দেউলগাঁও মাহি এলাকার বাসিন্দা। এক পুলিশ আধিকারিক জানান, বৃহস্পতিবার মহারাষ্ট্রের গোরেগাঁও এবং জে জে মার্গ থানায় শিন্ডের গাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেল পাঠানো হয়। এর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করেন গোয়েন্দারা।
গোরেগাঁও থানায় ভারতীয় ন্যায় সংহিতা ধারা ৩৫১(৩) এবং ৩৫৩(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, মুম্বই অপরাধ দমন শাখা তদন্ত শুরু করেছে। হুমকি মেল পাঠানোর পিছনে আর কারা রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেতে চাইছে পুলিশ।