
ওঙ্কার ডেস্ক: আগামী ১৮ ফেব্রুয়ারি শেষ হতে চলেছে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের কার্যকালের মেয়াদ। তাই নতুন মুখ্য নির্বাচন কমিশনার খুব শীঘ্রই দায়িত্ব নিতে চলেছেন। সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার পদের দৌড়ে রয়েছেন জ্ঞানেশ কুমার।
চলতি বছরের শেষের দিকে বিহারে নির্বাচন রয়েছে। আগামী বছর বাংলা ও তামিলনাড়ুর পাশাপাশি অসম ও কেরালায় নির্বাচন রয়েছে। সেই লক্ষ্যে নতুন কমিশনার বেছে নিতে আগামী সোমবার বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিটি। ওই কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং লোকসভায় বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে রাজীব কুমারকে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়। দায়িত্বে থাকাকালীন সময়ে তিনি একাধিক হাই-ভোল্টেজ নির্বাচন সামলেছেন। গত বছরের এপ্রিল-জুন মাসে লোকসভা নির্বাচন এবং জম্মু ও কাশ্মীরের প্রথম বিধানসভা নির্বাচন তিনি তদারকি করেছেন। ২০২২ সালে রাষ্ট্রপতি নির্বাচনও পরিচালনা করেছিলেন রাজীব। ২০২৩ সালে কর্ণাটক ও তেলেঙ্গানাতে নির্বাচন পরিচালনা করেছিলেন তিনি। শুধু তাই নয়, মধ্যপ্রদেশ ও রাজস্থান নির্বাচনও তাঁর আমলে সম্পন্ন হয়েছিল।