
ওঙ্কার ডেস্ক: ষাটতম জন্মদিনে আমির খান পরিচয় করিয়ে দেন নিজের প্রেমিকা গৌরীর সঙ্গে। ১৩ মার্চ প্রকাশ্যে ঘোষণা করেন প্রেমিকার নাম আর তারপরেই নেটপাড়া জুড়ে খোঁজ চলতে শুরু হয় তাঁর। এখনও এই বিনোদন জগতের সঙ্গে সহজ হতে পারেননি অভিনেতার প্রেমিকা। তবে সবটা আসতে আসতে শিখে যাবেন বলেই জানিয়েছেন আমির। গৌরীর সঙ্গে পরিচয় করালেও ছবি না তোলার নির্দেশ ছিল আমিরের। সেই মত কথা রেখেছিলেন সকলেই। তবে পরিচয় পর্বের পর রাতারাতি বড় সিদ্ধান্ত নিয়েছেন গৌরী।
আমিরের জন্মদিনে বেশ কিছু আয়োজন করেছিলেন গৌরী। অভিনেতার বাড়ির বাগানে সব কিছুর আয়োজন করেন। তবে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ছবি। তারপরেই তিনি উধাও। নিজের সমাজমাধ্যমের অ্যাকাউন্ট মুছে দিয়েছেন গৌরী। এখন তাঁকে চাইলেও খুঁজে পাওয়া যাবে না। বরাবরই নিজের জীবনের গোপনীয়তা রেখেছেন আমির। একই মত তাঁর প্রেমিকারও, গ্ল্যামার দুনিয়া থেকে দূরে থাকতে চান।