
ওঙ্কার ডেস্ক: যাদের হাতে আইন রক্ষার ভার থাকে সেই বিচার বিভাগ যদি দুর্নীতি বা অন্য কোনও অন্যায়ের সঙ্গে জড়িয়ে যায় তাহলে সংশ্লিষ্ট বিচারপতির বিরুদ্ধে পদক্ষেপের বিধান রয়েছে। সাংবিধানিক আদালতের বিচারপতিদের বিরুদ্ধে দুর্নীতি, অন্যায় এবং বিচার সংক্রান্ত অনিয়মের অভিযোগ মোকাবিলার জন্য ১৯৯৯ সালে সুপ্রিম কোর্ট নির্দেশিকা নির্ধারণ করে। সেই নির্দেশিকা অনুসারে, অভিযোগ পাওয়ার পর দেশের প্রধান বিচারপতি প্রথমে সংশ্লিষ্ট বিচারপতির কাছ থেকে জবাব চাইবেন। যদি তিনি উত্তরে অসন্তুষ্ট হন, অথবা মনে করেন যে বিষয়টি আরও তদন্তের প্রয়োজন, তাহলে তিনি একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করবেন।
ওই কমিটিতে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি এবং হাইকোর্টের দুই প্রধান বিচারপতি থাকবেন। কমিটি রিপোর্ট জমা দেওয়ার পর যদি প্রধান বিচারপতি মনে করেন, যে অভিযুক্ত বিচারপতির আচরণ গুরুতর প্রকৃতির, যার জন্য অপসারণ প্রয়োজন, তাহলে তিনি বিচারপতিকে পদত্যাগ করতে বলবেন। যদি বিচারপতি তা প্রত্যাখ্যান করেন, তাহলে সংবিধানের ১২৪(৪) অনুচ্ছেদের অধীনে সংসদ কর্তৃক তার অপসারণের জন্য প্রক্রিয়া শুরু করতে প্রধান বিচারপতি সরকারকে চিঠি লিখবেন।