
ওঙ্কার ডেস্ক: হোলি উপলক্ষে রঙ মেখে উদযাপন করছিলেন ছয় জন শ্রমিক। সেই আসরে এক মহিলাকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করা হয় বলে অভিযোগ। আর তার জেরে মারামারিতে মৃত্যু হল তিন জনের। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর একটি নির্মীয়মাণ আবাসনে। ঘটনার তদন্তে নেমে এক জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। বাকি দুজনের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের ছয় শ্রমিক বেঙ্গালুরুর এক নির্মীয়মাণ আবাসনে কাজ করতেন। হোলির দিন ওই নির্মীয়মাণ আবাসনে রঙের উৎসবে মেতেছিলেন তাঁরা। মত্ত অবস্থায় সেই সময় এক মহিলাকে ‘অশ্লীল’ মন্তব্য করা হয় বলে অভিযোগ। সেই নিয়েই শুরু হয় মারামারি। পরস্পরকে আক্রমণ করতে রড লাঠি নিয়ে চড়াও হয় তাঁরা। হামলার অভিঘাতে তিন জনেরই মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। আবাসনের ভিতরে এক গলি থেকে এক জনের দেহ উদ্ধার হয়, দ্বিতীয় শ্রমিকের দেহ উদ্ধার হয় ঘরের ভিতর থেকে। এছাড়া তৃতীয় জনকে আবাসনের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে নিহত দুই শ্রমিকের নাম, নাম অংশু (২২), রাধেশ্যাম (২৩)। আরেক জনের পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছেন তদন্তকারীরা।
এই ঘটনায় এখনও পর্যন্ত এক জনকে আটক করলেও বাকি দুজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।