
ওঙ্কার ডেস্ক: তিন দিনের জন্য উত্তর-পূর্ব ভারত সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাতেই তিনি অসমের জোরহাটে পৌঁছবেন। তবে উত্তর-পূর্ব ভারত সফরে গেলেও শাহের সফরসূচিতে নেই মণিপুর। স্বাভাবিকভাবেই যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দীর্ঘ দু বছর ধরে দেশের এই রাজ্য গোষ্ঠী সংঘর্ষ ও হিংসা কবলিত হয়ে থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর না যাওয়া নিয়ে বিরোধীরা কটাক্ষ করেন। সেই আবহে উত্তর-পূর্বে যাচ্ছেন অমিত শাহ।
কোথায় কোথায় যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ? কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, শুক্রবার রাতেই অসমের জোরহাটে পৌঁছবেন শাহ। সেখান থেকে জোরহাটের কাছে গোলাঘাট জেলার দেড়গাঁওয়ে যাবেন তিনি। দেড়গাঁওয়ের লাচিত বারফুকান পুলিশ ব্যারাকে রাত্রিবাস করবেন। সেখানে ১৬৭.৪ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত লাচিত বারফুকান পুলিশ ব্যারাকের উদ্বোধন করবেন। পাশাপাশি দ্বিতীয় পর্বের সংস্কার কাজের শিলান্যাসও করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দ্বিতীয় পর্বের কাজের জন্য ব্যয় হবে ৪২৫.৪৮ কোটি টাকা।
দেড়গাঁওয়ের কর্মসূচি সম্পন্ন করে মিজোরামে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে আইজল থেকে ১৫ কিলোমিটার দূরে জোখাওসাংয়ে স্থানান্তরিত করার প্রক্রিয়া চলছে অসম রাইফেলসকে। সেই সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। শনিবার সন্ধ্যায় ফিরে আসবেন গুয়াহাটিতে। সেখানে রাত্রিবাস করে রবিবার সকালে অসমের কোকরাঝাড়ের দটমায় যাবেন শাহ। সেখানে বোরোদের ছাত্র সংগঠনের ৫৭তম বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি। এই অনুষ্ঠানের মঞ্চে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও যোগ দেবেন বলে খবর। রবিবার বিকেলে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে অমিত শাহের। সেই বৈঠক সেরে রাতেই দিল্লি ফিরে যাবেন তিনি।