
ওঙ্কার ডেস্কঃ ইডেনে ভারত-ইংল্যান্ড প্রথম টি২০ ম্যাচ শুরুর আগে সোশ্যাল মিডিয়ায় ১১ নম্বর জার্সি, নতুন জুতো ও সাদা বলের ছবি দিয়ে শামি লেখেন, ‘‘মহম্মদ শামি আবার নীল রঙে ফিরছে।’ তবে বুধবারের ম্যাচে সেটা আর হয়নি। যদিও ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে ভারতের বাঁ হাতি পেসার অর্শদীপ সিং বলেন, ‘আপনাদের মত আমরাও শামির কামব্যাকের অপেক্ষায় আছি। এতদিন দেখলেন আর কয়েকটা দিন অপেক্ষা করুন।আগের দিন অনুশীলনে ওর হাত থেকে যে ভাবে বল বেরোচ্ছিল আমি ভাবছিলাম কী ভাবে এক জন এ রকম নিয়ন্ত্রণ রাখতে পারে। শামি ভাইকে দেখে মনে হচ্ছিল ২২ বছরের এক তরুণ বল করছে।’
২০২৩ বিশ্বকাপ ফাইনালের পরে শামি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। তার কামব্যাকের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। এখন দেখার দ্বিতীয় টি২০তে চেন্নাই চেন্নাইতে তার প্রত্যাবর্তন ঘটে কিনা! এদিকে এদিন ভারতের হয় টি২০ ক্রিকেটে ৯৭ উইকেট নিয়ে যুজবেন্দ্র চাহলের রেকর্ড ভাঙলেন অর্শদীপ। তবে ভারতীয় বোলিং লাইনআপের অন্যতম সেরা স্তম্ভ শামির প্রত্যাবর্তন দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা