
স্পোর্টস ডেস্ক : ১২ বছর পরে ফের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। ২৫ বছর আগে আইসিসি নক আউট টুর্নামেন্টে সৌরভ গাঙ্গুলিরা ফাইনালে নিউ জিল্যান্ডের কাছে হেরেছিলেন ৪ উইকেটে। সৌরভদের সেই যন্ত্রণা ঘুচিয়ে এদিন রোহিত শর্মারা ফাইনালে ৪ উইকেটে হারালেন কিউইদের। নিউ জিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হল টিম ইন্ডিয়া। টানা দু বছরের দুটি আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল রোহিত শর্মার দল। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার ২০২৫শে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হল ভারত। পুরো টুর্নামেন্টে সব কটা ম্যাচে জিতে চ্যাম্পিয়ন হলেন রোহিতরা। বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও দু’বার কিউইদের হারিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেতাব জিতল টিম ইন্ডিয়া।
রবিরার দুবাইয়ে ফাইনালে ২৫২ রান তাড়া করতে নেমে ৬৩ বলে ৭৬ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন অধিনায়ক রোহিত শর্মা। ভালো খেললেন শ্রেয়স আইয়ার (৪৮)-ও। তবে শেষের দিকে কঠিন পরিস্থিতিতে ৬ নম্বরে নেমে কেএল রাহুলের ৩৩ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংসটাই ভারতকে কাপ জিতিয়ে আনল। বিরাট কোহলি (১)- ব্যর্থ হলেও টিম ইন্ডিয়া শেষ অবধি কাপ জিতল। অধিনায়ক হিসেবে টি২০ বিশ্বকাপের পরে দ্বিতীয় আইসিসি ট্রফি জিতলেন রোহিত শর্মা।