
ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সদ্য শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ক্ষমতায় আসার পর এবার অবৈধভাবে সেদেশে থাকা প্রায় ১৮ হাজার অভিবাসীকে দেশে ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে ভারত। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এখবর জানিয়েছে।
ওই প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যে অবৈধভাবে মার্কিন মুলুকে থাকা প্রায় ১৮ হাজার ভারতীয়কে চিহ্নিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন। মার্কিন মুলুকের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের তথ্যানুসারে, ১৭ হাজার ৯৪০জন ভারতীয় অবৈধভাবে মার্কিন মুলুকে রয়েছেন। তাঁদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে।
ব্লুমবার্গের ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, নয়াদিল্লির তরফে অবৈধ অভিবাসীদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতের তরফে ট্রাম্প প্রশাসনকে দেওয়া হয়েছে সেই বার্তা।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি দফতর অবৈধ অভিবাসী চিহ্নিত করে থাকে। ওই তিন দফতর হল কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন, অফিস অফ হোমল্যান্ড সিকিওরিটি এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট।
সূত্রের খবর, এই দফতরগুলির ওয়েবসাইট থেকে জানা গিয়েছে কতজন অবৈধ অভিবাসী রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এছাড়া কোন দেশ থেকে কতজন অবৈধ অভিবাসী মার্কিন মুলুকে রয়েছেন ওয়েবসাইটে সেই তথ্যও রয়েছে। উল্লেখ্য, প্রকাশিত তথ্যানুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী হিসেবে বসবাসকারীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক চিনের নাগরিক। এরপর দ্বিতীয় স্থানাধিকারী ভারত।