
ওঙ্কার স্পোর্টস ডেস্ক: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে রাজকোটে খেলতে নেমেছিল ভারতীয় দল। মঙ্গলবার জিতলেই হাতের মুঠোয় চলে আসত সিরিজ। কিন্তু ভারতের ব্যাটিং ব্যর্থতা সিরিজে ফিরিয়ে দিল জস বাটলারদের। ইংল্যান্ডের ৯ উইকেটে ১৭১ রানের জবাবে ভারতের ইনিংস শেষ হল ৯ উইকেটে ১৪৫ রানে। ২৬ রানে হারল ভারত। যদিও ম্যাচ হেরেও সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকল ভারত।
আন্তর্জাতিক ক্রিকেটে মহম্মদ শামির প্রত্যাবর্তন হল না জয় দিয়ে। এই ম্যাচেও নায়ক বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তীর ঘূর্ণিতে ১ উইকেটে ৮৩ রান তুলে ফেলা জস বাটলারের দল শেষ করল ৯ উইকেটে ১৭১ । ২৪ রান দিয়ে ৫ উইকেট নিলেন বরুণ। তাঁর স্পিনের সামনে অসহায়ের মতো আত্মসমর্পণ করলেন ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটারেরা। তবু ইংল্যান্ড লড়াই করার মতো রান করল বেন ডাকেট এবং লিয়াম লিভিংস্টোনের চেষ্টায়। ওপেন করতে নেমে ডাকেট করলেন ২৮ বলে ৫১। আর চাপের মুখে লিভিংস্টোনের ব্যাট থেকে এল ২৪ বলে ৪৩ রানের ইনিংস।
জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতের। আবারও ব্যর্থ সঞ্জু স্যামসন। তেমন ছাপ ফেলতে পারেনি সূর্যকুমারও। ম্যাচের দ্বিতীয়ার্ধে রাজকোটের ২২ গজে ব্যাট করা তুলনায় কঠিন হয়ে যায়। পিচের অসমান বাউন্স সমস্যায় ফেলল ভারতীয় ব্যাটারদের। মাঝের ওভারগুলিতে হার্দিক এবং ওয়াশিংটন সুন্দরের মন্থর ব্যাটিং ভারতের কাজ আরও কঠিন করে দেয়। শেষ দিকে হার্দিক এবং অক্ষর মরিয়া চেষ্টা করলেও দলকে জেতাতে পারেনি তারা।
পরবর্তী ম্যাচ রয়েছে পুনেতে, যেখানে জেতার মরিয়া চেষ্টায় নামবে দুই দল। ইংল্যান্ড জিতলে সমতা ফিরবে সিরিজে। উল্টোদিকে ভারত ও ঝাপাবে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিতে।