
ওঙ্কার ডেস্ক: সুপ্রিম কোর্টের বিচারপতি হতে চলেছেন কলকাতা হাইকোর্টের বাঙালি বিচারপতি জয়মাল্য বাগচী। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কলেজিয়াম বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টে উন্নীত করার সুপারিশ করেছে। শুধু তাই নয়, আগামী ২০৩১ সালে তিনি দেশের প্রধান বিচারপতি হতে পারেন বলে সম্ভাবনা তৈরি হয়েছে। বিচারপতি কেভি বিশ্বনাথনের অবসর গ্রহণের পর ২০৩১ সালের মে মাসে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেন।
পাশাপাশি সুপ্রিম কোর্টের কলেজিয়াম কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনকে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, ২০১১ সালের ২৭ জুন জয়মাল্য বাগচী কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। মাঝে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টেও বিচারপতির আসনে বসে দায়িত্ব সামলেছেন। আবার ২০২১ সালে ৮ নভেম্বর কলকাতা হাইকোর্টে ফিরে আসেন। তার পর থেকেই কলকাতা হাইকোর্টে কর্মরত তিনি। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট থেকে আলতামাস কবীর প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন।
কোনও হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পালন না করার পরেও দেশের প্রধান বিচারপতির পদে বসতে পারেন জয়মাল্য বাগচী। যা নজিরবিহীন বলে মনে করছে আইনজীবী মহল।