
ওঙ্কার ডেস্ক: মৌনী অমাবস্যায় ত্রিবেনী সঙ্গমে স্নান করতে গিয়ে পুণ্যার্থীদের হুড়োহুড়িতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বুধবার মৌনী অমাবস্যায় উপলক্ষে পুণ্যস্নান সারতে প্রয়াগরাজে ভিড় উপছে পড়েছিল প্রয়াগরাজে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এসেছেন গঙ্গা, যমুনা এবং অন্তঃসলিলা সরস্বতী— তিন নদীর সঙ্গমে ‘শাহি স্নান’ করতে। কিন্তু ভিড়ের চাপে অল্প সময়ের মধ্যে নিরাপত্তা জনিত ব্যারিকেড ভেঙে পড়ে। ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। এই ঘটনায় পদপিষ্টে অনেকের মৃত্যুর আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। তবে সরকারি ভাবে এখনও মৃতের সংখ্যা জানা যায়নি। বহু মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগীকে ফোন করে প্রয়াগরাজের পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তার জন্য নড়েচড়ে বসে উত্তরপ্রদেশ প্রশাসন। ইতিমধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নিজের বাসভবনেই উচ্চপর্যায়ের বৈঠক করেন। সবরকম সাহায্যের আশ্বাস দিয়ে এই ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছেন যোগী।
ঘটনার পরই নড়েচড়ে বসে প্রশাসন। উদ্ধারকাজ শুরু করে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্থানীয় পুলিশের সঙ্গে নামানো হয়েছে র্যা ফ। মোতায়েন করা হয়েছে এনএসজি, আধাসেনাও। একই সঙ্গে কোনোরকম গুজবে কান না দেওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন। নতুন করে যাতে বিশৃঙ্খলা না দেখা দেয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের কথায় জানা গেছে, এই ঘটনায় অনেকেই স্বজনহারা হয়েছেন। আত্মোয়দের খোঁজে হাসপাতালগুলির বাইরে ভিড় বাড়ছে পুণ্যার্থীদের। ভিড় দেখা যাচ্ছে মর্গের বাইরেও। উদ্ধারকারীদের দেখলেই ছুটে আসছেন স্বজনহারারা। নিখোঁজ ব্যক্তিদের বিবরণ দিয়ে মেলা প্রাঙ্গনে মাইকে প্রচার চালাচ্ছে প্রশাসন। খোলা হয়েছে বেশকিছু সহায়তা কেন্দ্র। সেখানেও উপছে পড়ছে আতঙ্কিত মানুষের ভিড়।