
ওঙ্কার ডেস্ক: দেশের প্রাক্তন রেলমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে বিহারে দাঁড়িয়ে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মিত শাহ। রবিবার বিহারের গোপালগঞ্জের সমাবেশে ভাষণ দেন অমিত শাহ। সেই সমাবেশ থেকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন তিনি।
চলতি বছরে রয়েছে বিহারে বিধানসভা ভোট। সেই নির্বাচনের প্রচারণা শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। এদিন গোপালগঞ্জের সমাবেশ থেকে অমিত শাহ বলেন, ‘যারা পশুখাদ্য খেয়ে ফেলেছে তারা বিহারের মানুষের কল্যাণ নিয়ে ভাবতে পারে না।’ আরজেডি প্রধান বিহারের উন্নয়নের কথা না ভেবে কেবল নিজের পরিবারের উন্নতির জন্য কাজ করেছেন বলে অভিযোগ করেছেন শাহ।
শাহ দাবি করেন, ‘কেন্দ্রে এবং রাজ্যে (বিহারে) উভয় ক্ষেত্রেই এনডিএ সরকার বিহারের সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করে আসছে।’ তাঁর অভিযোগ লালুপ্রসাদ যাদব, ‘বিটুমিন কেলেঙ্কারি, বন্যা ত্রাণ সামগ্রী সরবরাহ কেলেঙ্কারি, ‘চরওয়াহা বিদ্যালয়’ কেলেঙ্কারিতে জড়িত ছিলেন এবং তিনি পশুখাদ্যও খেয়ে ফেলেছিলেন।’ পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় দোরান্ডা, দেওঘর, দুমকা এবং চাইবাসার মতো কোষাগার থেকে কোটি কোটি টাকা জালিয়াতি করা হয়েছিল। ১৯৯০ সালে সেই সময় ঝাড়খণ্ড বিহারের অংশ ছিল। সেই ঘটনায় নাম জড়িয়েছিল লালুর।