
ওঙ্কার ডেস্ক: মদ খেলে ক্যানসার হওয়ার সম্ভাবনা রয়েছে। বোতলের গায়ে এমন সতর্কীকরণ লেখার আবেদন জানিয়ে মামলা দায়ের হল বম্বে হাইকোর্টে। জনস্বার্থে মামলাটি দায়ের করেছেন যশ চিলওয়ার নামে এক সমাজকর্মী।
মামলাকারী ওই ব্যক্তির বক্তব্য, মদ খেলে ক্যানসার হওয়ার সম্ভাবনা রয়েছে এমন বার্তা বোতলের গায়ে লেখা থাকুক। এ বিষয়ে কেন্দ্র, রাজ্য সরকারকে এবং দেশের খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া’কে প্রয়োজনীয় নির্দেশ দিক আদালত।
মামলাকারী সমাজকর্মীর দাবি, ইতিমধ্যে মদকে প্রথম শ্রেণির কারসিনোজেন বলে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু এ বিষয়ে সাধারণ মানুষ বিশেষ ভাবে অবগত নয়। তাই মদের বোতলের গায়ে ক্যানসারের বিষয়ে সতর্কবার্তা লেখার আবেদন জানিয়েছেন তিনি। তিনি জানান, ইতিমধ্যে আয়ারল্যান্ড কিংবা দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলিতে মদের বোতলে এই সতর্কীকরণের ব্যবস্থা রয়েছে।
উল্লেখ্য মদ্যপানের কারণে স্তন ক্যানসার, লিভার ক্যানসার-সহ বেশ কয়েক ধরণের ক্যানসার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। গত বছরের জুন মাসে এই সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশিত হয় হু-এর ওয়েবসাইটে।