
ওঙ্কার ডেস্ক: দাবানলে পুড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র লস অ্যাঞ্জেলস। ক্রমশ পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। ভস্মীভূত হয়ে যাচ্ছে একের পর এক বাড়ি। সেই আবহে বড় চ্যালেঞ্জের মুখে দমকল বাহিনীর কর্মীরা। আগুন নেভানোর জন্যে মিলছে না পর্যাপ্ত জল। হাইড্রেন্টগুলি শুকিয়ে রয়েছে যার ফলে বেশ কিছু এলাকায় ঠায় দাঁড়িয়ে আগুনের ধ্বংসলীলা স্রেফ প্রত্যক্ষ করতে হচ্ছে। কিন্তু কিছুই করার উপায় নেই।
লস অ্যাঞ্জেলস-এর সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, লস অ্যাঞ্জেলস ডিপার্টমেন্ট অফ ওয়াটার অ্যান্ড পাওয়ার এবং জল সরবরাহকারী সংস্থাগুলি চাপের মুখে পড়েছে আগুন নেভানোর জলের জোগান দিতে। ওই সংস্থার প্রাক্তন ম্যানেজার মার্টিন অ্যাডামস বলেন, শহরের জলের ব্যবস্থাপনা প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় ভয়ঙ্কর দাবানল সামলানো যাচ্ছে না।
সূত্রের খবর, প্যালিসেডেসে দাবানলের ফলে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জল নেই। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে সংলগ্ন এলাকা আল্টাডেনা এবং পাসাডেনাও। সেখানেও দমকলকর্মীরা একই সমস্যার সম্মুখীন।
সূত্রের খবর, দাবানল নিয়ন্ত্রণে আনতে ন্যাশনাল গার্ড প্রস্তুত। এব্যাপারে লস অ্যাঞ্জেলস কাউন্টির শেরিফ রবার্ট লুনা জানান, প্যাসিফিক প্যালিসেইডস এবং ইটনে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড। প্রয়োজনে ওই এলাকাগুলোতে কারফিউ জারি হতে পারে।
ভিডিও দেখুন-