
ওঙ্কার ডেস্ক: বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ মহাকুম্ভে বিস্ফোরণের ছক কষেছিল সন্দেহভাজন জঙ্গি আব্দুল রহমান। এমনটাই দাবি গোয়েন্দাদের। সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে তাকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা।
গোয়েন্দা সূত্রের খবর, এসটিএফ জেরায় আব্দুল রহমান বিস্ফোরক তথ্য দিয়েছে। লাইভ হিন্দুস্তানের রিপোর্ট অনুযায়ী, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে ধৃত জানিয়েছে উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরে মার্চ মাসে হামলার পরিকল্পনা ছিল আব্দুলের। তার আগে প্রয়াগরাজের মহাকুম্ভেও বিস্ফোরণের পরিকল্পনা ছিল তার। সূত্রের খবর, হামলার জন্য সীমান্তের ওপার থেকে পাকিস্তান থেকে তাকে নির্দেশ দিত তার সহযোগী। ফরিদাবাদ থেকে তাকে হ্যান্ড গ্রেনেড নিতে বলেছিল তার পাক হ্যান্ডলার। কিন্তু তার বাবা অসুস্থ হয়ে পড়ায় মহাকুম্ভে যেতে পারেনি সে। গোয়েন্দা সূত্রের খবর, পাক হ্যান্ডলারের নির্দেশ মতো ৪ মার্চের পর যেকোনও সময় অযোধ্যা রাম মন্দিরে হামলা করার কথা ছিল আব্দুলের।
উল্লেখ্য, ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স (আইএসকেপি) মডিউলের সঙ্গে যুক্ত সন্দেহভাজন জঙ্গি আব্দুল রহমানকে ফরিদাবাদ থেকে গ্রেফতার করেন তদন্তকারীরা। ৪ মার্চ তার অযোধ্যায় যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই তাকে পাকড়াও করে গুজরাট এটিএস এবং পালওয়াল এসটিএফ-এর যৌথ দল। ২ মার্চ তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে বুধবার জেরা করে এনআইএ এবং আইবি-এর দল।