
মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা। হুড়োহুড়িতে মৃত্যু হয়েছে ১০ জনের, আহত ৫০জন, নিখোঁজ বহু। ত্রিবেণী ঘাটে স্নান করতে গিয়ে পদপৃষ্ট বহু মানুষ । ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে ঘটে দুর্ঘটনা। প্রিয়জনদের হারিয়ে মহাকুম্ভে হাহাকার সাধারণ মানুষের। হাসপাতালের সামনে আত্মীয় পরিজনদের ভিড়। নিখোঁজ পরিজনদের খোঁজে মর্গের বাইরেও বাড়ছে ভিড়। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ ও আধাসেনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে র্যাফ । প্রয়াগরাজে ভিড় সামলাতে বাতিল করা হয়েছে কুম্ভ স্পেশাল ট্রেন। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এইমুহূর্তে কাউকে সঙ্গমঘাটের দিকে না যাওয়ার অনুরোধ করছেন তিনি।