
ওঙ্কার ডেস্ক: মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার পর উত্তরপ্রদেশের যোগী সরকারের সমালোচনায় সরব হল বিরোধীরা। কংগ্রেস থেকে শুরু করে সমাজবাদী পার্টি, সমালোচনায় সরব হয়েছে সব পক্ষ। নিহতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেও গঙ্গাসাগর মেলার কথা উল্লেখ করে ব্যবস্থাপনার কথা মনে করিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ব্যবস্থাপনা এবং পরিকল্পনার কথা মনে করিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বার্তা দিতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনায় ১৫ জনের মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত। নিহতদের শোকস্তব্ধ পরিজনদের সমবেদনা জানাই। আমাদের গঙ্গাসাগর মেলা থেকে শিখেছি, এ ধরনের বিপুল জনসমাগমের ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের পরিকল্পনা ও ব্যবস্থাপনার দরকার হয়। নিহতদের পরিবারের জন্য প্রার্থনা রইল।’
অন্যদিকে দুর্ঘটনার পর সরব হয়েছে কংগ্রেসও। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, ‘অপর্যাপ্ত ব্যবস্থাপনা, সাধারণ মানুষের তুলনায় ভিআইপিদের বেশি গুরুত্ব দেওয়া— এ সবের কারণেই দুর্ঘটনা ঘটেছে। শুধুমাত্র বিশেষ ব্যক্তিদের প্রাধান্য দেওয়া এ বার বন্ধ করা উচিত। ভবিষ্যতে আর যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্যও যথাযথ পদক্ষেপ করা উচিত সরকারের।’
সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সমাজমাধ্যম যোগী সরকারের বিরুদ্ধে তোপ দেগে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘বিশ্বমানের ব্যবস্থাপনা বলে প্রচার চালানো হয়েছিল। কোথায় সে সব? এ বার সকলের সামনে প্রকৃত সত্য চলে এসেছে। যাঁরা মিথ্যা দাবি করেছিলেন, মিথ্যা প্রচার চালাচ্ছিলেন, তাঁদের সকলকে এই মৃত্যুর দায় নিতে হবে। তাঁদের অবিলম্বে পদত্যাগ করা উচিত!’