
ওঙ্কার ডেস্ক: নতুন শিক্ষানীতির ত্রিভাষা নীতির মাধ্যমে অহিন্দি ভাষী রাজ্যে হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে বেশ কিছু দিন ধরে সরব তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ভাষা নিয়ে সেই লড়াই এবার চরম জায়গায় পৌঁছল। তামিলনাড়ুর রাজ্য বাজেটের লোগো থেকে সরিয়ে দেওয়া হল রুপির লোগোটি।
রুপির লোগোটি তৈরি করা হয়েছে হিন্দি রুপি শব্দের লেখ্য রূপ দেবনাগরী হরফের ‘র’ বর্ণটিকে নিয়ে। সেই লোগো থেকে দেবনাগরী ‘র’ বর্ণটি সরিয়ে দেওয়া হয়েছে। বদলে সেই জায়গায় লেখা হয়েছে, তামিল শব্দ রুবাই-এর আদ্যক্ষর ‘রু’। উল্লেখ্য তামিল ভাষায় রুবাই এর অর্থ হল টাকা। তামিলনাড়ুর অর্থমন্ত্রী থাঙ্গাম থেন্নারাসু শুক্রবার ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করতে চলেছেন সে রাজ্যের বিধানসভায়। তার আগে বাজেটের নতুন লোগো সামনে আসায় ‘হিন্দির আগ্রাসনে’র বিরুদ্ধে তামিলনাড়ুর ‘প্রতিরোধ’ নিয়ে শুরু হয়েছে চর্চা।
এদিন সমাজ মাধ্যমে বাজেটের লোগোটি প্রকাশ করার পর নেটাগরিকদের নজর কাড়ে নতুন লোগোটি। এর আগে গত বছরের বাজেটের লোগোতে দেবনাগরী হরফের ‘রুপি’র- লোগোই ছিল। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে ২০২০ সালে জাতীয় শিক্ষানীতি তৈরি করা হয়। এই শিক্ষানীতির অন্তর্গত ত্রিভাষা নীতিতে বলা হয়েছে, পড়ুয়াদের বাধ্যতামূলক ভাবে তিনটি ভাষা শিখতে হবে— যার মধ্যে থাকবে ইংরেজি, হিন্দি এবং স্থানীয় ভাষা। প্রসঙ্গত, তামিলনাড়ু-সহ দক্ষিণ ভারতের অধিকাংশ রাজ্যেই ইংরেজি এবং স্থানীয় ভাষা মিলিয়ে দু’টি ভাষা শিক্ষা বাধ্যতামূলক। স্ট্যালিনের অভিযোগ, তিন ভাষা নীতি প্রয়োগের মাধ্যমে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে অহিন্দি ভাষী রাজ্যগুলির উপর। সেই লড়াই এবার নয়া মাত্রা পেল বিধানসভার বাজেটের লোগোতে দেবনাগরী বর্ণ সরিয়ে দেওয়ায়।