
ওঙ্কার ডেস্ক: আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে রয়েছে বিধানসভা নির্বাচন। আর সেই দিনটিই মহাকুম্ভে স্নানের জন্য বাছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীরা বলছেন, ভোটের দিন হিন্দুত্ব প্রদর্শন করে ভোটারদের প্রভাবিত করার উদ্দেশে এই সিদ্ধান্ত নিয়েছেন মোদী।
১৩ জানুয়ারি থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও তিনি মহাকুম্ভে যাননি মোদী। এমনকি মোদীর বেছে নেওয়া ৫ ফেব্রুয়ারিতে শাহি স্নানের কোনও তিথি নেই। ফলে ওই দিনটিকে বেছে নেওয়ার পিছনে রাজনীতি রয়েছে বলেই মনে করছেন বিরোধীরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দিল্লিতে বিধানসভা ভোটের দিন মোদী মহাকুম্ভে স্নান সারলে তা সংবাদমাধ্যম ফলাও করে প্রচার করবে। ভোটের দিনে হিন্দুত্বের উদযাপন করে যাতে ভোটারদের প্রভাবিত করা যায় এর বন্দোবস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সূত্রের খবর, আগামী ২৭ জানুয়ারি প্রয়াগরাজে স্নান সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর পয়লা ফেব্রুয়ারি প্রয়াগরাজে যাবেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ১০ ফেব্রুয়ারি মহাকুম্ভে যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরও।