
ওঙ্কার ডেস্ক: জন্ম দেওয়ার অপরাধে মাকে খুন করল ছেলে। শনিবার কেরলের থামরাসেরির কাছে পুথুপ্পাডিতে এক আত্মীয়ের বাড়িতে মাকে কুপিয়ে খুন করে ২৫ বছর বয়সী ছেলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম আশিক। সে মাদকাসক্ত। জেরায় সে জানিয়েছে, ৫৩ বছর বয়সী মা সুবাইদা কায়িক্কালকে খুন করেছে সে। হত্যার কারণ হিসেবে জানিয়েছে, ‘জন্ম দেওয়ার শাস্তি’ হিসেবে সে খুন করেছে মাকে। পুলিশ আরও জানিয়েছে, এক প্রতিবেশীর বাড়ি থেকে ছুরি এনে মায়ের গলা কেটে খুন করেছে আশিক।
পুলিশ আধিকারিক সাজুজকুমার বলেন, ‘আশিক মাঝেমাঝে মায়ের কাছে টাকা চাইত। শনিবারও টাকা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। টাকা হস্তগত করতে আশিক তার মা সুবাইদাকে সম্পত্তি বিক্রি করার প্রস্তাব দেয়।’
পুলিশ জানিয়েছে, আশিক তার মাকে খুন করার পরিকল্পনার কথা বহু লোককে জানিয়েছিল। শুধু তাই নয়, এর আগে দুই থেকে তিনবার সে গর্ভধারিণীকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। মাদকের প্রভাবেই আশিক খুন করেছে কিনা তা জানতে আশিকের রক্তের নমুনা পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে।