
ওঙ্কার ডেস্ক: দেশের জাতীয় সঙ্গীত চলার সময় হাসিতে লুটোপুটি খাচ্ছেন খোদ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার! এমনই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা লালু প্রসাদ যাদব এবং তাঁর পুত্র তেজস্বী যাদব।
ভিডিওতে কী দেখা গিয়েছে ? নীতিশের জাতীয় সঙ্গীত ‘অবমাননার’ মুহূর্তের ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছেন লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদব। সেই ভিডিওতে দেখা গিয়েছে, জাতীয় সঙ্গীত চলাকালীন পাশে দাঁড়ানো এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন তিনি। এমন কী, তাঁর কাঁধে হাত দিয়ে ডাকতেও দেখা যাচ্ছে নীতিশকে। এক্স হ্যান্ডলে ভিডিওটি শেয়ার করে তেজস্বী লিখেছেন, ‘দয়া করে অন্তত জাতীয় সঙ্গীতের অপমান করা থেকে বিরত হোন মাননীয় মুখ্যমন্ত্রী। যুব, ছাত্র, মহিলা ও বয়স্ক মানুষদের তো রোজই আপনি অপমান করেই চলেছেন। আবার কখনও মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁকে নিয়ে ঠাট্টা করেছেন। আর এবার জাতীয় সঙ্গীতকে নিয়েও ! আপনাকে মনে করিয়ে দিই, আপনি এক বিরাট রাজ্যের মুখ্যমন্ত্রী। কয়েক সেকেন্ডের জন্যও আপনি শারীরিক ও মানসিক ভাবে সুস্থির থাকতে পারেন না। এমন অচেতন অবস্থায় আপনার এই পদে থাকাটা খুবই চিন্তার বিষয়। বিহারকে এভাবে অপমান করবেন না।’
অন্যদিকে লালুপ্রসাদ যাদবও ভিডিওটি শেয়ার করেছেন। তিনি নীতীশকে আক্রমণ করে লিখেছেন, ‘জাতীয় সঙ্গীতের অপমান, সইবে না হিন্দুস্তান। হে বিহারবাসী, আর কি কিছু বাকি আছে?’
উল্লেখ্য, চলতি বছরেই রয়েছে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে জাতীয় সঙ্গীতের মত একটি স্পর্শকাতর বিষয়ে যে ভাবে বিতর্কে জড়িয়ে পড়লেন নীতিশ, তা তাঁর ভাবমূর্তিতে যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এখন দেখার বিহারের মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে বিষয়টির সমাপ্তি ঘটান নাকি বিতর্কের জল আরও অনেক দূর গড়ায়।