
ওঙ্কার ডেস্ক: কাছে টাকা ছিল না, তাই নৌকা কেনার জন্য ধার করেই অর্থ জোগাড় করেছিলেন প্রয়াগরাজের বাসিন্দা পিন্টু মাহারা। আর সেই নৌকা চালিয়েই মহাকুম্ভ থেকে আয় করলেন ৩০ কোটি টাকা! তাঁর সফলতার গল্প উঠে এসেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কথায়ও।
যোগী আদিত্যনাথ সে রাজ্যের বিধানসভায় ফলাও করে বলেছেন পিন্টু মাহারার কাহিনী। পেশায় নৌকা চালক পিন্টু। প্রয়াগরাজের ত্রিবেণী নদীর তীরে নৈনির আরাইল এলাকার বাসিন্দা তিনি। বস্তুত নৌকা চালানোই তার পারিবারিক পেশা। সারাদিনে কয়েকশো টাকা আয় করতেন তিনি। মহাকুম্ভ শুরুর আগে তিনি সিদ্ধান্ত নেন একাধিক নৌকা কিনে চালানোর। কিন্তু বললে তো আর কাজ নয়। নৌকা কিনতে গেলে বিপুল অর্থের প্রয়োজন। বাড়ির লোকেদের অমত সত্ত্বেও অবশেষে তিনি কয়েক লক্ষ টাকা ধার নেন। আর সেই সিদ্ধান্ত বদলে দিল তাঁর ভাগ্যের চাকা। আজ ৩০ কোটি টাকার মালিক ওই মাঝি।
প্রসঙ্গত, চলতি বছরে মহাকুম্ভ বহু মানুষের রুটি রুজির সংস্থান করে দিয়েছে। বিধানসভায় সেই সব তথ্য দিতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পিন্টু মাহারার কথা তুলে ধরেন। যোগী আদিত্যনাথ জানান, একজন নৌকাচালক এবং তাঁর পরিবার মাত্র ৪৫ দিনে ৩০ কোটি টাকা আয় করেছেন। নৌকাচালক ১৩০টি নৌকার মালিক ছিলেন, প্রতিটি নৌকা থেকে গড়ে ২৩ লক্ষ টাকা লাভ হয়েছে বলে জানা তিনি। যোগী জানান, পিন্টু মাহারা মহাকুম্ভের আগে ৭০টি নৌকা কিনেছিলেন। একেকটা নৌকার দাম ছিল ৮০ হাজার টাকা। সেই বিপুল পরিমাণ টাকার জন্য পরিবারের মহিলাদের গয়না বিক্রি করে দেন তিনি। শুধু তাই নয়, পরিবারের জমি-ও বন্ধক রাখেন তিনি।