
ওঙ্কার ডেস্ক: ভারত পাক সংঘাতের আবহে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে হওয়া ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সিডিএস এবং তিন বাহিনীর প্রধানরা।
উল্লেখ্য, পাকিস্তান ভারতের ২৬টি জায়গায় আঘাত হেনেছিল। তার জবাবে শনিবার ভোরে পাকিস্তানের চারটি বিমান ঘাঁটিতে ভারত প্রত্যাঘাত করে। এমন সংঘাতের নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার পরিস্থিতি নিয়ে সংবাদ মাধ্যমকে জানান।
এদিন বিক্রম মিস্রি বলেন যে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের গৃহীত পদক্ষেপগুলিকে ‘উত্তেজনামূলক’ এবং ‘উস্কানিমূলক’ হিসাবে দেখা হচ্ছে। সংবাদ মাধ্যমের সামনে তিনি আরও বলেন, ‘পাকিস্তানের কর্মকাণ্ড উস্কানিমূলক এবং উত্তেজনা বৃদ্ধির শামিল। জবাবে ভারত দায়িত্বশীল ভাবে প্রতিরক্ষা করেছে।’
অন্য দিকে, ভারত-পাকিস্তান সংঘাতের আবহে অন্য সুর পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারের গলায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে তিনি জানন, ভারত প্রত্যাঘাত থামালে পাকিস্তানও থামবে। তবে ভারত যদি প্রত্যাঘাত করতে থাকে তবে তার জবাব পাকিস্তান দেবে বলে জানান তিনি।