
ওঙ্কার ডেস্ক: লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেল সংশোধিত ওয়াকফ বিল। সংসদের নিম্ন কক্ষ ও উচ্চ কক্ষে এই বিল পাশ হয়ে যাওয়ায় সেটি আইনে পরিণত হওয়া কেবল সময়ের অপেক্ষা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিলে সই করলে আইনে পরিণত হবে সেটি।
বৃহস্পতিবার দুপুরে রাজ্যসভায় সংশোধিত ওয়াকফ বিলটি পেশ করেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বিল পেশের পর বিতর্কের শুরু হয়। টানা ১২ ঘন্টার বিতর্ক শেষে বিলটি রাজ্যসভায় পাশ হয়ে যায়। এদিন রাজ্যসভায় বিতর্কে অংশ নেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়াও। সংশোধিত ওয়াকফ বিলকে সমর্থন করে তিনি বলেন, ‘এই বিল মুসলিমদের ধর্মাচরণে হস্তক্ষেপ করছে না।’ এদিন গভীর রাতে কিরেন রিজিজু সংশোধিত ওয়াকফ বিল পাশ করানোর প্রস্তাব দেন। রাজ্যসভায় ধ্বনিভোট হয়। কিন্তু তার ফলাফলে সন্তুষ্ট হয়নি বিরোধী শিবির। বিরোধীরা ডিভিশন চায়। এর পর ভোটাভুটি হয়। ভোটের ফল ঘোষণা হতে দেখা যায় বিলের পক্ষে ভোট দিয়েছেন ১২৮ জন সাংসদ। বিলের বিপক্ষে ভোট দিয়েছেন ৯৫ জন।
সংসদে ওয়াকফ বিল পেশ হওয়ার পর থেকে সরব হয়েছে তৃণমূল, কংগ্রেস-সহ বিরোধীরা। এই বিল অসাংবিধানিক বলে দাবি করেছেন তাঁরা। যদিও কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর দাবি, ওয়াকফ সম্পত্তির মাধ্যমে মুসলিম সমাজের গরিব, মহিলা ও অনাথ শিশুদের উন্নয়ন করা হবে। শুধু তাই নতুন আইনে বিপুল রাজস্ব আদায় হবে বলে জানান তিনি। ইউপিএ সরকারের আমলে ওয়াকফ সম্পত্তি থেকে আয় বাড়েনি বলে অভিযোগ করেন তিনি।