
ওঙ্কার ডেস্ক: সুপ্রিম কোর্টে শুনানি হল না আরজি কর মামলার। বুধবার শুনানির কথা থাকলেও তা হয়নি। সূত্রের খবর, আগামী বুধবার এই মামলা শুনবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।
শীর্ষ আদালত সূত্রের খবর, আগামী বুধবার দুপুর ২টোয় আরজি কর-কাণ্ডের শুনানি হবে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে। প্রসঙ্গত, আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার পর বুধবার সুপ্রিম কোর্টে এই মামলার প্রথম শুনানি ছিল।
ইতিমধ্যে শিয়ালদহ আদালতের রায়কে রায়কে চ্যালেঞ্জ করে সঞ্জয়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। অন্যদিকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তরফে রাজ্য সরকারের আবেদনের বিরোধিতা করা হয়েছে। সিবিআইয়ের দাবি, সঞ্জয়ের সাজা চেয়ে মামলা করার এক্তিয়ার নেই রাজ্য সরকারের। উল্লেখ্য, গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতাল থেকে চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তভার ন্যস্ত হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে।