
ওঙ্কার ডেস্ক: আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবারের আবেদন বাতিল করল সুপ্রিম কোর্ট। ওই আবেদনে সিবিআই তদন্তের একাধিক গাফিলতির অভিযোগ এনেছিল নির্যাতিতার পরিবার। এদিন শীর্ষ আদালত জানিয়ে দেয়, এ সংক্রান্ত মামলায় নতুন করে আবেদন দাখিল করতে হবে।
এদিকে সিবিআই-এর আইনজীবী তুষার মেহতা জানিয়েছেন, আবেদনপত্রে যে সব প্রশ্ন তুলেছে নির্যাতিতার পরিবার তার উত্তর রয়েছে তাঁদের কাছে। তবে এখন সেইসব প্রশ্নোত্তর অভিযুক্তর পক্ষে যেতে পারে বলে জানিয়েছেন তিনি।
নির্যাতিতার পরিবারের আইনজীবী অবশ্য শীর্ষ আদালতকে জানিয়েছেন, শিয়ালদা আদালতের রায়দান বা সাজা ঘোষণার আগেই এই আবেদনপত্র দাখিল করা হয়েছিল। এরপর প্রধান বিচারপতির বক্তব্য, তাহলে নির্যাতিতার পরিবারের উচিত এই আবেদনপত্র বাতিল করে নতুন করে আবেদন দাখিল করা। একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে, এটি কলকাতা হাইকোর্টের বিচারাধীন, তাহলে এই মামলা কি এখানে বন্ধ করে দেওয়া হবে ? যদিও এই উত্তরের জন্য আদালত নির্যাতিতার পরিবারকে সময় দিয়েছে।