
ওঙ্কার ডেস্ক : আরজি কর কাণ্ডে শিয়ালদা আদালতের রায়দানের পরও ধোঁওয়াশা কাটল না। এই নিয়ে বেশকিছু প্রশ্ন সর্বত্র ঘুরপাক খাচ্ছে। রায়দানে খুশি নয় রাজ্য সরকার এবং সিবিআইও। তারা মামলাটি পুনর্বিবেচনার জন্য এখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। এমন অবস্থায় দেশের সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হতে চাইছেন আইনজীবী ও সমাজকর্মীদের একাংশ। তাঁরা আরজি কর কাণ্ডের ফের তদন্ত চেয়ে সুপ্রিমি কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি দিয়েছেন। সেই চিঠিতে রয়েছে একগুচ্ছ পরিসংখ্যান। এর পাশাপাশি তুলে ধরা হয়েছে শিয়ালদহ আদালতের বিচারকের পর্যবেক্ষণও।
তারা প্রশ্ন তুলেছে, মৃতর পরিবারকে কেন প্রথমে আত্মহত্যার কথা বলা হয়েছিল, কেন তড়িঘড়ি মৃতদেহের সৎকার করা হল, কেন আরজি করের সেমিনার কক্ষ চত্বর ভেঙে ফেলা হল, এমনই নানান দৃষ্টান্ত নিয়ে। অভিযোগকারী আইনজীবী ও সমাজকর্মীদের একাংশের মতে এখনও পর্যন্ত প্রধান বিচারপতির উত্তর তাঁরা পাননি।
তাঁদের যুক্তি, প্রথমে সিবিআই আরজি কর মামলায় বৃহত্তর ষড়যন্ত্রের কথা তুলেছিল। কিন্তু তদন্ত প্রক্রিয়ায় তাঁর কোনও ছাপ মেলেনি বলেও মনে করছেন তাঁরা। এ ব্যাপারে তদন্তে সিবিআই কেন সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল না, প্রশ্ন উঠেছে তা নিয়েও। আরজি কর মামলায় সিবিআই শুধুমাত্র সঞ্জয় রায়কে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে। আর এখানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতি অনাস্থা জানিয়ে পুনরায় তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্ট হয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার। এবার তাঁদের পাশে এসে দাঁড়াল আইনজীবী ও সমাজকর্মীদের একাংশ। তাঁদের মতে, এতবড় ঘটনার পিছনে সঞ্জয় একা নয়, জড়িত থাকতে পারে আরও অনেকে।