
ওঙ্কার ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এরপর রাহুলের বিরুদ্ধে মানহানির যে মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলার শুনানি প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিল শীর্ষ আদালত। প্রসঙ্গত, ২০১৮ সালের অগাস্ট মাসে ঝাড়খণ্ডের একটি আদালতে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে খুনি বলার দায়ে। চাইবাসায় এক জনসভায় রাহুল শাহের বিরুদ্ধে এই মন্তব্য করেন ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে।
সূত্রের খবর, রাহুলের বিরুদ্ধে শাহকে মানহানির করার অভিযোগ তুলে মামলা দায়ের করেছিলেন নবীন ঝা নামে একজন বিজেপি কর্মী। ম্যাজিস্ট্রেট আদালত এই মামলায় রায় দেয়, যে অভিযোগ দায়ের হয়েছে তাতে রাহুলকে ভারতীয় দণ্ডবিধির ৫০০ নম্বর ধারায় দণ্ডিত করার যথার্থতা আছে। এরপর মামলা ঝাড়খণ্ড হাইকোর্ট পর্যন্ত গড়ায়। ঝাড়খণ্ড হাইকোর্টের সিঙ্গল বেঞ্চও জানায়, রাহুলের ওই মন্তব্য অবমাননাকর।
এরপর জল গড়িয়েছে শীর্ষ আদালত পর্যন্ত। এদিন শীর্ষ আদালতে রাহুলের পক্ষে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। এদিন অভিষেক মনু সিঙ্ঘভি শীর্ষ আদালতে সওয়াল করার সময়ে বলেন, রাহুলের বিরুদ্ধে তৃতীয় ব্যক্তি মানহানির যে মামলা দায়ের করেছেন আইনত তা ভিত্তিহীন।