
ওঙ্কার ডেস্ক: ধনকুবের ইলন মাস্কের সংস্থা টেসলা ভারতে বৈদ্যুতিক গাড়ি নির্মাণের জন্য কারখানা তৈরি করবে বলে জল্পনা তৈরি হয়েছে। এই আবহে এবার ইলন মাস্ককে এক হাত নিলেন ভারতীয় শিল্পপতি তথা জেএসডব্লিউ গোষ্ঠীর চেয়ারম্যান সজ্জন জিন্দল। ইলন মাস্কের টেসলা ভারতের মতো দেশে সুবিধা করতে পারবেন না বলে দাবি তাঁর।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন সজ্জন জিন্দল। সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘ইলন মাস্ক এই দেশে সফল হতে পারবেন না। কারণ আমরা ভারতীয়রা এখানে আছি। মাহিন্দ্রা যা করতে পারে, টাটা যা করতে পারে তিনি তা তৈরি করতে পারবেন না।’ তাঁর আরও সংযোজন, ‘তিনি ট্রাম্পের ছায়ায় সফল হতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ভালো কাজ করতে পারেন, তিনি অত্যন্ত স্মার্ট, এতে কোন সন্দেহ নেই। কিন্তু ভারতে সফল হওয়া সহজ কাজ নয়।’
উল্লেখ্য, দীর্ঘ টানাপড়েনের পরে ভারতে আসতে চলেছে ইলন মাস্কের সংস্থা টেসলা। বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য ইতিমধ্যে, মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে বিশাল আয়তনের শোরুম লিজে নিয়েছে সংস্থাটি। পাশাপাশি, ভারতে গুরুত্বপূর্ণ একাধিক পদে নিয়োগ প্রক্রিয়াও শুরু করে দিয়েছে ইলন মাস্কের সংস্থা।