
নিজস্ব প্রতিনিধিঃ অসম সরকার অভিন্ন নাগরিক কোড UCC চালুর সিদ্ধান্ত নিয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, উত্তরাখণ্ড এবং গুজরাটের পর তৃতীয় রাজ্য হিসেবে অসমে চালু হতে চলেছে UCC। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিলের খসড়া খুব শীঘ্রই অসম বিধানসভায় পেশ করা হবে। তিনি আরও বলেন, UCC-তে অসমের উপজাতি সম্প্রদায় কে যে অন্তর্ভুক্ত করা হবে না। UCC নিয়ে জটিলতা তৈরি হলে, সেক্ষেত্রে বিধানসভায় বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা।