
স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার গুয়াহাটিতে ভারতের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে অপরাজিত শতরান করে অস্ট্রেলিয়াকে জেতালেন গ্লেন ম্যাক্সওয়েল। একইসঙ্গে একটি অসামান্য রেকর্ডও গড়লেন এই ব্যাটার। এতদিন এককভাবে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড ছিল রোহিত শর্মার দখলে। এবার চতুর্থ শতরান করে রোহিতের রেকর্ড স্পর্শ করলেন ম্যাক্সওয়েল। তিনিই অস্ট্রেলিয়ার হয়ে টি-২০ ম্যাচে দ্রুততম শতরান করলেন। এদিন ৪৮ বলে ১০৪ রান করে অপরাজিত থাকলেন ম্যাক্সওয়েল। তাঁর ইনিংসে ছিল ৮টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। অসাধারণ ব্যাটিং করলেন ম্যাক্সওয়েল। তাঁর জন্যই চলতি সিরিজে ব্যবধান কমাতে পারল অস্ট্রেলিয়া।