
স্পোর্টস ডেস্ক :আগামী বছরের শুরুতেই ভারত সফরে আসছে ইংল্যান্ড। এ দেশের মাটিতে টেস্ট সিরিজ খেলবে বেন স্টোকসের দল। সেই কারণে মাসখানেক আগেই ১৫ সদস্যের একটি দল ঘোষণা করে দিল ইংল্যান্ড।
ভারত সফরে আসতে চলা ইংল্যান্ড দলে এক-দুই নয় তিন জন নতুন ক্রিকেটারকে নেওয়া হয়েছে। যাঁরা এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে একটি ম্যাচেও খেলেননি। ভারতের মাটিতে চমক দিতে পারেন তাঁরা। টম হার্টলি, শোয়েব বশির এবং গাস আটকিনশন’কে দলে নিয়েছে ইংরেজ শিবির। পাশাপাশি রয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জিমি আন্ডারশন। ভারত সফরে তিনটি টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। যার প্রথম টেস্ট শুরু হবে ২৫-২৯ জানুয়ারি। হায়দরাবাদের পিচে ইংরেজ বোলারদের মুখোমুখি হবেন ভারতীয় ব্যাটাররা। ২-৬ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সিরিজের শেষ ম্যাচটি হবে আগামী ১৫-১৯ ফেব্রুয়ারি। এই ম্যাচটি হবে রাজ্যকোটে।
ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড:
বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, জেমস অ্যান্ডারসন, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, শোয়েব বশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, বেন ফোকস, টম হার্টলি, জ্যাক লিচ, ওলি পোপ, ওলি রবিনসন, জো রুট, মার্ক উড।