
স্পোর্টস ডেস্ক :রাঁচিতে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ৩০২। প্রথম সেশনেই ৫ উইকেট তুলে নিয়েছিল ভারতীয় দল। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় সেশনে সেই ছন্দ ধরে রাখতে পারলেন না আকাশ দীপ, রবিচন্দ্রন অশ্বিনরা। দিনের শেষে ১০৬ রান করে অপরাজিত জো রুট। ৩১ রান করে অপরাজিত অলি রবিনসন। ভারতীয় দলের হয়ে ৭০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলার পেসার আকাশ দীপ। ৬০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। ৫৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাডেজা। ৮৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ওপেনিং জুটিতে ৪৭ রান যোগ করেন জাক ক্রলি (৪২) ও বেন ডাকেট (১১)। দুই ওপেনারকেই আউট করেন আকাশ দীপ। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ২ বল খেলেই আকাশ দীপের তৃতীয় শিকার হন অলি পোপ (০)। এরপর জনি বেয়ারস্টোকে (৩৮) নিয়ে পাল্টা লড়াই শুরু করেন রুট। ৩৫ বলে ৩৮ রান করে অশ্বিনের বলে এলবিডব্লু হয়ে যান বেয়ারস্টো। ৩ রান করে জাডেজার বলে এলবিডব্লু হয়ে যান স্টোকস। এরপর দ্রুত রান করার বদলে টেস্টের চিরাচরিত প্রথা মেনে ব্যাটিং শুরু করেন রুট ও বেন ফোকস (৪৭)। টম হার্টলি করেন ১৩ রান.