
ওয়েব ডেস্ক : প্রকাশিত হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০টি বায়ু সেনার র্যা ঙ্কিং। গ্লোবাল ফায়ার পাওয়ার ডট কম নামে একটি ওয়েবসাইট প্রকাশ করেছে এই তালিকা। কোন দেশের হাতে কত যুদ্ধবিমান, হেলিকপ্টার ও সাপোর্ট এয়ারক্রাফট-সহ বিমান রয়েছে তার তথ্য প্রকাশ করা হয়েছে।
এই তালকায় বিশ্বের শীর্ষ-৫ শক্তিশালী বায়ুসেনার মধ্যে ভারতীয় বায়ুসেনার নাম রয়েছে। পাকিস্তানের বায়ুসেনার র্যা্ঙ্কিংও দেওয়া হয়েছে।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী বায়ু সেনার শিরোপা পেয়েছে আমেরিকার বায়ু সেনা। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে রাশিয়া ও চিন। ভারতীয় বায়ুসেনা রয়েছে চতুর্থ স্থানে এবং দক্ষিণ কোরিয়া রয়েছে পঞ্চম স্থানে। ষষ্ঠ স্থানে রয়েছে জাপানের বায়ু সেনা।
ভারতীয় বায়ু সেনা ২২২৯ বিমান সহ বিশ্বের চতুর্থ শক্তিশালী সেনাবাহিনী হিসাবে পরিচিত। ভারতীয় বায়ুসেনার ৫৩ টি ফাইটার জেট, ৮৯৯ টি হেলিকপ্টার এবং ৮৩১ টি সাপোর্ট এয়ারক্রাফট রয়েছে। পঞ্চম স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার বায়ু সেনার মোট ১৫৯২টি বিমান রয়েছে। একই সময়ে, র্যা ঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে থাকা জাপানের মোট ১৪৪৩টি বিমান রয়েছে।
এবার এক নজরে দেখে নেওয়া যাক পাকিস্তান বায়ু সেনার স্থান কোথায়?
ভারতের বিমান শক্তির তুলনায় পাকিস্তান অনেক পিছিয়ে। পাকিস্তান রয়েছে সপ্তম স্থানে। পিছিয়ে রয়েছে বিমানের সংখ্যায়ও। এর পর মিশর ১০৯৯ বিমান নিয়ে সপ্তম স্থানে, তুর্কিয়ে ১০৮৩ বিমান নিয়ে এবং ফ্রান্স ৯৭৬ বিমান নিয়ে দশম স্থানে রয়েছে।