
নিজস্ব প্রতিনিধিঃ পাকিস্তানকে তথ্য পাচারের অভিযোগে এক সেনা অফিসারকে চাকরি থেকে বরখাস্ত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মেজর পদাধিকারী ওই ব্যক্তি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড ইউনিটে কর্মরত ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, অভিযুক্ত মেজর তাঁর ইলেকট্রনিক্স ডিভাইসে সেনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য রেখেছিলেন। যা পুরোপুরি বেআইনি। যা তুলে দিয়েছিলেন পাক গুপ্তচর সংস্থা আইএসআইয় হাতে। সোশাল মিডিয়ায় চ্যাটিংয়ে তার যোগাযোগের প্রমাণ মিলিছে। রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, ১৯৫০-র আর্মি অ্যাক্টের ১৮ নম্বর ধারা ও সংবিধানের ৩১০ নম্বর অনুচ্ছেদ বলে মেজর পদের অফিসারকে বরখাস্ত করেছেন রাষ্ট্রপতি। সেনা অফিসারকে বরখাস্ত করার ক্ষেত্রে রাষ্ট্রপতির এই পদক্ষেপকে নজিরবিহীন বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।