
স্পোর্টস ডেস্ক :ভারতীয় দলের হেড কোচ হিসেবে প্রথম পরীক্ষায় নামছেন তিনি। অথচ এই পরীক্ষায় নামার আগে মাত্র দু’টি প্র্যাকটিস সেশন পাচ্ছেন মানোলো মার্কেজ। এই অতি অল্প সময়ের প্রস্তুতিতে ভারতীয় দলকে কতটা সঙ্ঘবদ্ধ করতে পারবেন তিনি, কতটা গুছিয়ে নিতে পারবেন, এই নিয়ে অনেক প্রশ্ন আছে ঠিকই। তবে মার্কেজের আশা, এই দলের ফুটবলাররা যেহেতু অভিজ্ঞ ও প্রতিভাবান তাই ঘরের মাঠে ইন্টারকন্টিনেন্টাল কাপে ভারতীয় দল খারাপ খেলবে না।
ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে ভারতের নয়া কোচ বলেন, “প্রথম ম্যাচের আগে আমরা দুটোর বেশি ট্রেনিং সেশন পাব না ঠিকই। কিন্তু যখন দলে নতুন কোচ ও নতুন স্টাফ আসে, দলের মধ্যে ভাল কিছু করে দেখানোর একটা প্রবণতা থাকে। খেলোয়াড়দের মানসিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে দিক থেকে আমাদের ফুটবলাররা ভাল জায়গায় আছে”।