
ওঙ্কার ডেস্ক: এক ভারতীয়কে ছুরি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল কানাডার অটোয়ায়। অটোয়ার কাছে রকল্যান্ড এলাকায় এই ঘটনা ঘটেছে। শনিবার সকালে কানাডার ভারতীয় দূতাবাসের তরফে এই খবর জানানো হয়েছে। ইতিমধ্যে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
ভারতীয় দূতাবাস নিহতের পরিবারের পাশে থাকার কথা জানিয়েছে। কানাডার ভারতীয় দূতাবাস এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘অটওয়ার কাছে রকল্যান্ডে ছুরিকাঘাতে এক ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পুলিশ জানিয়েছে একজন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। আমরা স্থানীয় কমিউনিটি অ্যাসোসিয়েশনের মাধ্যমে যোগাযোগ রাখছি যাতে শোকাহত পরিবারকে সব রকমের সম্ভাব্য সহায়তা দেওয়া যায়।’
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার সকালে ক্ল্যারেন্স-রকল্যান্ডে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে, ভারতীয় দূতাবাস যে ঘটনার কথা উল্লেখ করেছে এটি সেই ঘটনা কি না তা এখনও স্পষ্ট নয়।
সিবিসি নিউজের খবরে বলা হয়েছে, অন্টারিও প্রদেশের পুলিশ রকল্যান্ডের বাসিন্দাদের ইতিমধ্যে সতর্ক করেছে, এলাকায় পুলিশের তৎপরতা বৃদ্ধির বিষয়ে।