
ওঙ্কার ডেস্ক: ডিজনিল্যান্ডে তিন দিনের ছুটি কাটাতে গিয়েছিলেন ১১ বছর বয়সী ছেলেকে নিয়ে। সেখান থেকে মোটেলে ফিরে এসে নিজের সন্তানের গলা কেটে খুন করলেন ভারতীয় বংশোদ্ভূত এক মহিলা। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। ইতিমধ্যে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিযুক্ত মহিলার নাম সরিতা রামারাজু। ৪৮ বছর বয়স তাঁর। ডিজনিল্যান্ডে ছুটি কাটাতে যাওয়ার পর ছেলেটিকে হত্যা করেছেন বলে অভিযোগ। ওই মহিলার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির জেলা অ্যাটর্নি অফিসের এক বিবৃতিতে শুক্রবার বলা হয়েছে, সমস্ত অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ২৬ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
২০১৮ সালে তাঁর স্বামীর সঙ্গে সরিতার বিবাহ বিচ্ছেদ হয়। তাঁদের একমাত্র ছেলের সঙ্গে সান্তা আনার একটি মোটেলে ছিলেন সরিতা। ১৯ মার্চ, ছেলেকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু সেদিনই ছেলেকে খুন করেন সরিতা। খুনের পর সকাল ৯টা ১২ মিনিট নাগাদ পুলিশকে ফোন করে জানান যে তিনি তার ছেলেকে খুন করেছেন এবং আত্মহত্যার জন্য নিজে ওষুধ খেয়েছেন।
ফোন পাওয়ার পর সান্তা আনা পুলিশ মোটেলে পৌঁছে একটি ঘরের বিছানা থেকে মৃত অবস্থায় ছেলেটিকে উদ্ধার করে। সেই সঙ্গে একটি বড় ছুরি উদ্ধার করেছেন তদন্তকারীরা। অজানা বস্তু খাওয়ার পর সরিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার তাঁকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। পরে তাঁকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।