
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ আইপিএল শুরুর আগে ইডেনে আর কোনও ম্যাচ করা যাবে না। শুধু ইডেনে নয়, বিভিন্ন রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থাকে এই মর্মে চিঠি দিয়ে নির্দেশ জারি করেছে বিসিসিআই। যে সমস্ত মাঠে IPL হবে সেই সব মাঠে রঞ্জি ম্যাচ ছাড়া অন্য কোনও ম্যাচ করা যাবে না। ইডেনে আপাতত মুম্বই বনাম হরিয়ানা কোয়াটার ম্যাচ চলছে। হরিয়ানা জিতলে রঞ্জি সেমিফাইনালও হতে পারে ইডেনে। এছাড়াও ইডেনে মাঝেমধ্যে বিভিন্ন ঘরোয়া ও ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ হয়। সেগুলো হওয়ার কোনো সম্ভাবনাই রইল না আর।
গত ২ সিজিনে আইপিএলে সেরা মাঠের তকমা পেয়েছে ইডেন। আগামী ২১ মার্চ শুরু হচ্ছে আইপিএল। ফাইনাল হতে চলেছে ২৫ মে। যেহেতু গতবার কেকেআর আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে তাই উদ্বোধন আর ফাইনাল দুটোই হবে ইডেনে তাই মাঠের পরিকাঠামো ঢেলে সাজানোর জন্য এখন থেকেই তৈরি হচ্ছে বিসিসিআই।