
ওঙ্কার ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে বন্দি রয়েছেন ১০ হাজার ভারতীয়। কোন দেশে কত জন ভারতীয় বন্দি রয়েছেন, সেই বিষয়ে তথ্য প্রকাশ করল কেন্দ্র। শুক্রবার সংসদে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ সেই তথ্য প্রকাশ করেছেন।
ভারতের বাইরে কোন দেশে কতজন ভারতীয় বন্দি রয়েছেন, সেই বিষয়ে সংসদে তথ্য জানতে চাওয়া হয়। তার জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ জানিয়েছেন, বিদেশের জেলগুলিতে মোট ১০ হাজার ১৫২ জন বন্দি রয়েছেন। তাদের মধ্যে বিচারাধীন বন্দিও রয়েছেন।
বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী বিশ্বের ৮৬টি দেশের জেলে বন্দি রয়েছেন ভারতীয়রা। সবচেয়ে বেশি বন্দি রয়েছেন সৌদি আরবের জেলে। সে দেশে ২ হাজার ৬৩৩ জন ভারতীয় বন্দি রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। সেখানে বন্দি রয়েছে ২ হাজার ৫১৮ জন। অন্যদিকে, নেপালের জেলে বন্দি রয়েছেন ১ হাজার ৩১৭ জন ভারতীয়। শ্রীলঙ্কা এবং পাকিস্তান যথাক্রমে ২৬৬ এবং ৯৮ জন ভারতীয় বন্দি রয়েছেন। এছাড়াও কুয়েত, শ্রীলঙ্কা, স্পেন, রাশিয়া, ইজরায়েল, চিন, বাংলাদেশ, আর্জেন্টিনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জেলে বহু ভারতীয় বন্দি রয়েছেন। বিদেশের জেলগুলিতে ভারতীয় বন্দিদের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে কেন্দ্র সরকার যোগাযোগ রাখছে বলে জানান বিদেশ প্রতিমন্ত্রী।