
স্পোর্টস ডেস্ক : আশা জাগিয়ে পারলো না ভারত। ধারাবাহিক বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরেই এশিয়া কাপ যাত্রা শুরু করলো ভারতীয় ফুটবল দল।ম্যাচের শুরুতেই গোলের সুযোগ আসে। কিন্তু মিস করে ভারত।৩ মিনিটে অসাধারণ একটা বল বাড়ান সুরেশ তিনি মাঠমাঠে বলটি পান, এবং বাঁ ফ্ল্যাঙ্কে ছাংতের জন্য একটি দুর্দান্ত থ্রু বল বাড়ান। ছাংতে তাড়াতাড়ি বলটি নিয়ে পাস বাড়ান। কিন্তু শুধু সুনীল ছেত্রী হেড মিস করেন। নাহলে গোল হতেই পারতো।ভালো মুভ ছিল ভারতের। ১৬ মিনিটে আবার বল নিয়ে ডান ফ্ল্যাঙ্কে ছিলেন পূজারি। কিন্তু তিনি জায়গা পাল্টে বাঁ-দিকের ফ্ল্যাঙ্ক থেকে আক্রমণে ওঠেন। পাস না বাড়িয়ে তিনি অজি ডিফেন্ডারদের ডজ দিয়ে উপরে উঠে আসেন। এবং তিনি অস্ট্রেলিয়ার বক্সের ভিতরে গোলের সামনে দাঁড়িয়ে থাকা সুনীলকে লক্ষ্য করে বাতাসে বল ভাসান। হেডে নিশ্চিত গোল ছিল। অল্পের জন্য গোল মিস। হতাশ ভারতীয় সমর্থকরা । কপাল চাপড়াচ্ছেন স্টিম্যাচ। ২১ মিনিটে ভারতীয় গোলকিপার গুরপ্রীত সিং বড় ভুল করে ফেলেন। গুরপ্রীত গোলকিক বাঁচাতে গিয়ে তিনি সরাসরি অস্ট্রেলিয়ার কাছে পাঠিয়ে দেন। মেটকাফ বল পান এবং তিনি সেই বল ধরে গোলে লক্ষ্য করে মারেন। তবে সেই শটটি সোজা গুরপ্রীতের কাছেই যায়। তিনি সেভ করেন । ৪২ মিনিটে হেডারে বল ক্লিয়ার করেন কিন্তু রাউলসের সঙ্গে সংঘর্ষে তাঁর চোট লাগে। চিকিৎসা মাঠেই চলে। তবে রাউলসকে কার্ড না দেখানোয় রেগে যান ভারতীয় কোচ ইগর স্টিমাচ। প্রথমার্ধ শেষ হয় গোলশুন্য ব্যবধানেই।প্রথমার্ধের লড়াই যদিও দ্বিতীয়ার্ধে ধরে রাখতে পারেনি ভারত। শুরুতেই ৫০ মিনিটে গোল করে অস্ট্রেলিয়া।বাঁ-দিক থেকে একটি ক্রস , গুরপ্রীত ধরে রাখতে পারেনি । সেটা আরভিনের কাছে গেলে আরভিন গোল করে দেন।গোল হজম করার পরে দিশেহারা হয়ে যায় ভারত।৬৩ মিনিটে জোড়া পরিবর্তন করে অস্ট্রেলিয়া। মেটকাফ এবং বয়েলের পরিবর্তে নামান ম্যাকগ্রি এবং সিলভেরাকে।৬৬ মিনিটে সুযোগ আসে ভারতের ছাঙতে ফাঁকা গোলে সুযোগ পেলেও স্নাহুর চাপে গোল করে উঠতে পারেননি।৭২ মিনিটে ফের জোড়া পরিবর্তন করে অস্ট্রেলিয়া। বস, ফরনারলির পরিবর্তে নামলেন গুডউইন আর ডিউক নামেন। আর ৭৩ মিনিটে বদলি হিসেবে নেমে রাইলি ম্যাকগ্রির মাইনাস, আনমার্কড জর্ডন বসের হালকা টাচে গোল পেয়ে যায় অজিরা।৭৫ মিনিটে ভারতীয় কোচ ইগর স্টিমাচ জোড়া পরিবর্তন করেন শুভাশিস বোস আর সুরেশের জায়গায় আকাশ মিশ্র আর লিস্টন কোলাসোকে নামান ।৮৯ মিনিটে সুনীল ছেত্রীকে তুলে মহেশকে নামান স্টিমাচ। যদিও লাভ কিছুই হয়নি। ভারত গোলের মুখ খুলতেই পারেনি। অজিদের বিরুদ্ধে হেরেই মাঠ ছাড়লো মেন ইন ব্লুএরপর দীপক টাংরির জায়গায় অনিরুদ্ধ থাপাকে নামান।আগামী বৃহস্পতিবার ১৮ জানুয়ারি উজবেকিস্থানের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। তারপরের ম্যাচ আগামী ২৩ জানুয়ারি।পরের রাউন্ডে যেতে গেলে বাকি দুটো ম্যাচই জিততে হবে সুনীল ছেত্রীদের।