
স্পোর্টস ডেস্ক : ২০১৮ সালের পর ফের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জিতল ভারত। এই নিয়ে মোট চার বার। ভারত দাপটের সঙ্গে এবার ফাইনালে উঠেছিল। শনিবার ফাইনালে তারা মুখোমুখি হয়েছিল মালয়েশিয়ার, যারা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই প্রথম বার ফাইনালে উঠেছিল। যাদের বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচে ৫-০ সহজ জয় পেয়েছি ভারত। কিন্তু ফাইনাল ম্যাচের সেই দলের একেবারে অন্য চেহারা। ভারতকেই বিপাকে ফেলে দিয়েছিল মালয়েশিয়া। ভারতের প্রথম গোলের পর হয়তো ক্রেগ ফুলটনের টিমের মধ্যে আত্মতুষ্টি এসে গিয়েছিল। যে কারণে তাদের বড় ধাক্কা খেতে হয়। তবে ১-৩ পিছিয়ে পড়েও সেখান থেকেই ফিরে এসে সাফল্য।