
ওঙ্কার ডেস্ক: দ্বিতীয়বার ক্ষমতায় এসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন। তাঁর আমলে আমেরিকা ফার্স্ট নীতিতে প্রশাসন চলবে বলেও জানিয়েছিলেন তিনি। সেই মতো মার্কিন মুলুকে বসবাসকারী অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হল। প্রথম দফায় ২০৫ জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সামরিক বিমানে ভারতে পাঠিয়ে দেওয়া হল।
এর আগে গুয়াতেমালা, পেরু এবং হন্ডুরাসের অবৈধ অভিবাসীদেরকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। তাঁদেরকে মার্কিন সামরিক বিমান করে নিয়ে যাওয়া হয়েছিল।
আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আবহে অবৈধ ভারতীয় অভিবাসীদেরকে ফিরিয়ে দিল ট্রাম্প প্রশাসন। প্রসঙ্গত ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদীর এটিই হবে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র সফর। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এর আগে বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিদেশে ‘অবৈধভাবে’ বসবাসরত ভারতীয় নাগরিকদের ফেরাতে নয়াদিল্লি প্রস্তুত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে সাংবাদিকদের বলেছিলেন, ‘ইতিহাসে প্রথমবারের মতো, আমরা অবৈধ এলিয়েনদের খুঁজে বের করছি এবং সামরিক বিমানে লোড করছি এবং যেখান থেকে তারা এসেছিল সেখানে তাদের ফিরিয়ে দিচ্ছি।’ মার্কিন রাষ্ট্রপতি আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে আশ্বস্ত করেছেন যে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারত ‘যা সঠিক তা করবে।’ ব্লুমবার্গের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১৮ হাজার অবৈধ ভারতীয় অভিবাসী রয়েছেন।