
স্পোর্টস ডেস্ক :-৭ইংল্যান্ডের কাছে টি২০ সিরিজের হারের মধুর প্রতিশোধ টেস্ট সিরিজে নিল ভারতীয় মহিলা দল। ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে একমাত্র টেস্টে বিরাট জয় পেল হরমনপ্রীত ব্রিগেড। তৃতীয় দিনেই জয় হাসিল করল ভারত। ইংল্যান্ডকে ৩৪৭ রানে হারিয়ে দিয়ে এক ম্যাচের সিরিজ অনায়াসে জয় পেল ভারতীয় মহিলা দল। দ্বিতীয় ইনিংসেও বল হাতে কামাল করলেন বাংলার দীপ্তি শর্মা। আর ভারতীয় মহিলাদের এই সাফল্য দেখে খুশি প্রাক্তন ভারতীয় মহিলা দলের অধিনায়ক ঝুলন গোস্বামী। রবিবার সকালে কলকাতা ম্যারাথনে এসে ঝুলন বললেন,প্রথম ইনিংসে যেভাবে ভারত ব্যাট করেছে অসাধারণ । দীপ্তি শর্মা বল হাতে ৯ উইকেট একটা ৫০ ব্যাট হাতে। হরমনপ্রীত সামনের থেকে নেতৃত্ব দেয়। মনে হয় প্রথম টেস্ট ম্যাচে নেতৃত্ব দিচ্ছে।দল হিসেবে ভারত খেলেছে। আমি আশাবাদী এই জিনিসটা ভারত ধরে রাখবে।’ রোহিত শর্মা ক্যাপ্টেন্সি নিয়ে বিতর্ক হচ্ছে মনে করা হচ্ছে রোহিতের ক্যাপ্টেন্সি আইপিএলের মত ভারতীয় দলেও থাকবে না। ঝুলন বললেন, রোহিতের যদি দেখা যায় টিম ক্যাপ্টেন আক্রমন নির্ভর ক্যাপ্টেন। বিরাট সরে যাওয়ার পরে ও ভালো দায়িত্ব সামলায়। রোহিতকে নিয়ে আবেগ তৈরী হয়েছিল সেটা যেন না থামে। রোহিত কি করবে বোর্ড ওকে সিদ্ধান্তটা নিতে দিক।’