
স্পোর্টস ডেস্ক :৮ এ আট। পাকিস্তানের ভারতকে একদিনের বিশ্বকাপে হারানোটা স্বপ্নই থেকে গেলো। গত বিশ্বকাপের এদিনও ভারতের জয়।আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারালো রোহিত শর্মার টিম ইন্ডিয়া। এদিন মাঠে ম্যাচ দেখতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সামনেই পাক বধ ভারতের।এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। পাকিস্তানের ইনিংসের শুরুটা ভালো করেন দুই ওপেনার ইমাম-উল-হক (৩৬) ও আবদুল্লাহ শফিক (১২)। অষ্টম ওভারে ভারতকে প্রথম উইকেট এনে দেন সিরাজ। এরপর ১৩-তম ওভারে ইমামকে আউট করে দেন হার্দিক পান্ডিয়া। বাবর আজম (৫০) ও মহম্মদ রিজওয়ানের (৪৯) জুটি পাকিস্তানকে বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু অর্ধশতরান করার পরেই সিরাজের বলে বোল্ড হয়ে যান বাবর। রিজওয়ানকে বোল্ড করে দেন জসপ্রীত বুমরা। ৩৩-তম ওভারে জোড়া উইকেট নিয়ে পাকিস্তানকে বড় ধাক্কা দেন কুলদীপ যাদব। তাঁর এই ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লু হয়ে যান সৌদ শাকিল (৬)। এরপর ওভারের শেষ বলে বোল্ড হয়ে যান ইফতিকার আহমেদ (৪)। ২ রান করেই বুমরার বলে বোল্ড হয়ে যান শাদাব খান। ৪ রান করে হার্দিকর বলে বুমরাকে ক্যাচ দেন মহম্মদ নওয়াজ। ১২ রান করে রবীন্দ্র জাদেজার বলে শুবমান গিলকে ক্যাচ দেন হাসান আলি। ২ রান করে জাদেজার বলে বোল্ড হয়ে যান হ্যারিস রউফ। ২ রান করে অপরাজিত থাকেন শাহিন শাহ আফ্রিদি।জবাবে ১৬ রান করে শুভমন গিলকে ফেরান শাহিন আফ্রিদি আর ১৬ রানে হাসান আলির বলে আউট হন বিরাট কোহলি। কিন্তু অধিনায়ক রোহিত শর্মাকে আটকাতে পারেনি পাকিস্তান বোলিং। ৬৩ বলে ৮৬ রান করে দলের জয় নিশ্চিত করে আউট হন । বাকি কাজটা শেষ করেন কে এল রাহুল এবং শ্রেয়স আইয়ার।১৯ ওভার বাকি থাকতেই ম্যাচ পকেটে ভারতের।