
স্পোর্টস ডেস্ক :পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভারতের জন্য খুশির খবর। ডেঙ্গু থেকে সুস্থ হয়েই শুভমন গিল নামবেন ভারতের বিরুদ্ধে। এদিন ভারত অধিনায়ক রোহিত শর্মা বললেন,আগামীকালের ম্যাচ খেলার জন্য শুভমান গিল ৯৯ শতাংশ নিশ্চিত।আমার কাছে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। প্রতিটা ম্যাচের আগে নিজেকে ভাল করে তৈরি করি। কারণ, প্রতিটা ম্যাচে আলাদা আলাদা চ্যালেঞ্জ। অতীত নিয়ে বিশেষ ভাবি না। আশা করছি পাকিস্তানের বিরুদ্ধেও নিজের ফর্ম বজায় রাখতে পারব।’’ভারত এবং পাকিস্তান উভয় দলই এই মুহূর্তে খুব ভালো পরিস্থিতিতে রয়েছে। এই দুটি দলই ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ এখনও পর্যন্ত অপরাজিত। রোহিত শর্মার নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে। অন্যদিকে, বাবর আজমের নেতৃত্বাধীন দল নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়েছে।