
স্পোর্টস ডেস্কঃ আগামী বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো ভারতীয় নির্বাচকরা।ঘোষিত ভারতের বিশ্বকাপ এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল বেছে নেওয়া হয়েছিল, এ ছাড়া ব্যাক-আপ হিসেবে রাখা হয়েছিল সঞ্জু স্যামসনকে। স্যামসন বিশ্বকাপের দলে নেই। এশিয়া কাপের মূল দল থেকে বাদ পড়লেন প্রসিদ্ধ কৃষ্ণ ও তিলক বর্মা।আইসিসি-র নিয়ম অনুসারে বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রত্যেকটা দলকেই ৫ সেপ্টেম্বরের মধ্যে স্কোয়াড ঘোষণা করতে হবে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেদের স্কোয়াড ঘোষণা করে দিল। ২০২৩ এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের পরই অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের মধ্যে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানেই আগামী ওডিআই বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে যাবতীয় ঘোষণা করা হয়।ভারতের বিশ্বকাপের দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পাণ্ডিয়া (সহ অধিনায়ক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব