
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচে ভারতীয় দলে একাধিক বদল হয়েছে। চোটের জন্য আগেই ছিটকে যান কে এল রাহুল ও রবীন্দ্র জাদেজা। মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁদের পরিবর্তে দলে এসেছেন মুকেশ কুমার, কুলদীপ যাদব ও রজত পতিদার। এই ম্যাচেই টেস্ট অভিষেক হল রজতের। ইংল্যান্ড দলেও একাধিক বদল হয়েছে। জ্যাক লিচ ও মার্ক উডকে দলে রাখা হয়নি। তাঁদের পরিবর্তে দলে এসেছেন শোয়েব বশির ও জেমস অ্যান্ডারসন। বশিরের ভিসা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। দেরিতে ভারতে আসার অনুমতি পাওয়ায় তাঁর পক্ষে প্রথম টেস্ট ম্যাচে খেলা সম্ভব হয়নি। বিশাখাপত্তনমে তাঁর টেস্ট অভিষেক হল। ফলে এই স্পিনারের দিকে সবার নজর থাকবে। হায়দরাবাদ টেস্টে অ্যান্ডারসনের অভাব অনুভব করেছিল ইংল্যান্ড দল। সেই কারণেই এই অভিজ্ঞ পেসারকে দলে ফেরানো হল।ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রজত পাটীদার, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মুকেশ কুমার